আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালেপুর গ্রামে তিন সন্তানের জননী এক গৃহবধুকে গভীর রাতে ঘরের দরজার শিকল ভেঙে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।উক্ত ধর্ষক একই গ্রামের আব্দুল হাই খান নামক হাটের পাশে আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে জুয়েল মোল্যা (৩০)।
ঘটনাটি ঘটেছে ৩ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে। নির্যাতিত গৃহবধু জানান, তার স্বামী দীর্ঘদিন যাবৎ একটি মামলায় ফরিদপুর কারাগারে আটক থাকায় তিনি সন্তানদের নিয়ে একাই বাড়িতে বসবাস করছেন। ওই রাতে টিনশেড ঘরের দরজার শিকল ভেঙে ঢুকে অভিযুক্ত জুয়েল মোল্যা মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধুর দাবি, ধর্ষণের সময় সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে ভয় দেখায় অভিযুক্ত। পরে কাউকে কিছু না বলার শর্তে ঘটনাস্থল ত্যাগ করে সে।
পরদিন স্থানীয় মুরুব্বীদের জানালেও কোনো বিচার না পেয়ে তিনি ২৭ জুলাই কারাগারে থাকা স্বামীর সঙ্গে দেখা করে ঘটনাটি জানান। স্বামীর পরামর্শে ২৮ জুলাই চরভদ্রাসন থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে ওই দিন বিকেলে চরভদ্রাসন থানার পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াছেক হাসান জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৯, তারিখ ২৯ জুলাই ২০২৫।
প্রিন্ট