গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি এর আওতায় ২০২২ – ২০২৩ সালের ৩৪ জন মেধাবী শিক্ষার্থী( কৃতিমুখ) এর মধ্যে পুরস্কার ‘বিতরণ করা হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ শাহ্নেওয়াজ পারভেজ, বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল ও।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এস এম মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের (আরএমও) ডাঃ সজল দত্ত প্রমূখ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা । আলোচনা সভাশেষে অতিথিরা ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে সন্মাননা ক্রেস্ট ও সনদ তুলেদেন।
এসময় একাডেমীক সুপারভাইজার মোঃ মিয়াদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট