ফরিদপুর মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের স্ত্রী’র পরকীয়ার কারণে বিষ পান করে মোঃ হান্নান শেখ (৪৫) ও তার দুই বছরের ছেলে আয়ানের নৃশংস মৃত্যু হয়েছে।
বিষয়টি আশে পাশের লোকজন বুঝতে পেরে শুক্রবার সকালে দু’জনকে অচেতন অবস্থায় ঘর থেকে বের করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিলে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথেই শিশু আয়ান মৃত্যু বরণ করে।
|
২৮ ডিসেম্বর বুধবার সকালে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ এস আই সান্টু দেব এর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে তদন্ত করছেন বলে জানা গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট