মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জেলা পুলিশ ফরিদপুর এর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনসহ গার্ড অব অনার প্রদান এবং ড্রিল সেডে জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনার শুরুতেই যার আহবানে সারা দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সেই মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। জেলা পুলিশ, ফরিদপুর এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুমন রঞ্জন সরকার , অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলার অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
প্রিন্ট