রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সোমবার ৮ ফেব্রæয়ারী বিকেলে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) ও শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিমাংশু কুন্ডু রকেট, আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, দেবাশীষ কুন্ডু, রতœা রানী বিশ্বাস, অলোক কুমার দাস, বিকাশ দাস, গোলক চন্দ্র কুন্ডুসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সার্বিক দিক নির্দেশনায় দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
প্রিন্ট