পাবনার চাটমোহরে শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহলের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।
আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা তানজিনা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম,নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টকুন, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা করেন।
প্রিন্ট