ফরিদপুরের ভাঙ্গায় উলাসী সৃজনী সংঘ প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সামাজিক উন্নয়ন সমিতির সদস্য,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির আহবায়ক কমিটির নেত্রী সুমী খাতুনের সভাপতিত্বে প্রকল্পের উপজেলা মাঠ সমম্বয়কারী মোখলেশুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রকল্পের উদ্যেশ্য ও কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন উৃপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,তথ্য আপা প্রকল্পের অর্পনা দাস,ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া প্রমুখ।
প্রিন্ট