ফরিদপুরে সব্জির আড়ালে অভিনব কায়দায় পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬৫০ বোতল ফেন্সিডলসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয়বাংলার মোড়ে তাদের আটক করা হয়। গোপালগঞ্জ জেলা থেকে বিআরটিসি বাসে এসব ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিলো রাজধানী ঢাকায়।
গ্রেফতারকৃত হলেন, রূপা বেগম (৩৭), স্বামী- জাহিদ হাসান, জাহিদ হাসান (৪১), পিতা- মোঃ হানিফ শেখ এবং সাদিয়া বেগম (৩০), স্বামী- মোঃ সেলিম মোল্লা। ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা এবং যশোর এলাকার বাসিন্দা। তারা চুয়াডাঙ্গার সীমান্ত থেকে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যায় ফেনসিডিল।
বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এরা মাদক বহন করে। এবারের চালান পাচারের ক্ষেত্রে তারা ফেনসিডিল ভর্তি বস্তাগুলোর উপর সবজি রেখে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট