মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী হোগলডাঙ্গা গ্রামের গজারিয়া বিলের মাঠে কৃষক সুমন মল্লিকের নিজের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে ৭ প্রজাতির ধান চাষ হয়েছে।
সরেজমিনে রবিবার ৬ নভেম্বর সকাল ১০ টার সময় সুমন মল্লিকের ধান ক্ষেত মাঠে কৃষক সুমন মল্লিকের সাথে কথা বলা জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় সাংবাদিকদের তথ্য জানার পর ধান ক্ষেত মাঠ পরিদর্শন করেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান ও শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা।
সুমন মল্লিকের নিজের মেধা ও দক্ষতায় ৭ প্রজাতির ধানের চাষ করে বাম্পার ফলন করে গজারিয়া বিলের মাঠে অধিক পরিমাণে ধান ফলনের সাড়া এলাকা বাসীর লোকজনের মুখে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। চাষকৃত চমকপ্রদ ধান হলো- ফাতেমা ধান, তহামনি ধান, ইন্দোনেশিয়ান পালোয়ান ধান, চায়না ব্লাক রাইচ ধান, বেগুনি ধান, ফিলিপাইন ব্লাক রাইচ ও ইন্দোনেশিয়ান ব্লাক রাইচ।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান বলেন, চাষী সুমন মল্লিকের চাষকৃত ধানের বাম্পার ফলন দেখে দেখা যায়, বর্তমান মাঠের ধানের ছড়া দেখে মনে ধান গুলো খুবই ভালো এবং ১০-১২ দিনের সময় পর ধান কাটার সময় বাংলাদেশ ধান গবেষণার বিজ্ঞানীরা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর এদেশের আবহাওয়ার চাষে উপযোগী হলে, কৃষকদের মাঝে ধানের বীজের বিস্তার ছড়িয়ে দেওয়া হবে।
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা বলেন, সুমন মল্লিকের ধান কাটার সময় আমরা উপস্থিত থাকবো।
প্রিন্ট