ফরিদপুর-২ শুন্য আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন রিটাানিং কর্মকর্তার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকার্তা হুমায়ুন কবির, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ন সচিব ফরহাদ আহম্মদ খান, পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব।
২১২ ফরিদপুর-২ আসন নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃঞ্চপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের সংসদ সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার। আগামী ৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রিন্ট