শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকাল ১১ টার সময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের চত্বরে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এবং ব্র্যাক এনজিও এর সহযোগিতায় মাগুরায় শিক্ষক দিবস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিমের সভাপতিত্বে সকাল ১১টার সময় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মাজেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হাসান প্রমুখ। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বলেন, সব মানুষকে এটাই বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই।
শিক্ষা ক্ষেত্রে যে কোনো পরিবর্তন অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন হয়, আর তখনই শিক্ষার পরিবর্তন ঘটে আর বৈপ্লবিক পরিবর্তন আসে দেশের উন্নয়নে। শ্রীপুরে শিক্ষক দিবস পালিত, মাগুরার শ্রীপুরে ব্র্যাকের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।
কাজলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত হোসেন, নাকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, লাঙ্গলবাঁধ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারুন-অর-রশিদ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইপট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর হক লাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
মাগুরার শালিখাতে সকাল ১০টায় শোভাযাত্রা, আলোচনা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে শিক্ষক দিবস ২০২২ উদযাপন করা হয়।শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উন্মুক্ত মঞ্চে আলোচনা আনুষ্ঠানে সভাপতি ছিলেন অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম ও মোঃ আশরাফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, শালিখা ওসি মোঃ আসাদুল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আকবর আলী প্রমুখ।
এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ খাইরুল আলম, ইয়াসমিন আক্তার, অধ্যক্ষ ইমদাদুল হক, কৃষ্ণ পদ বিশ্বাস, অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস প্রমুখ। এ সময় উপজেলার প্রথমিক,মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের প্রধান ও শিক্ষক বৃন্দ, রাজনৈতিক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০০৩ সালে ১৯ জানুযারি বাংলাদেশের শিক্ষক সমাজকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে এ দিবসটি চালু করা হয়। এছাড়াও আন্তর্জাতিক ভাবে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে।
প্রিন্ট