ফরিদপুরের চরভদ্রাসনে সিত্রাং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও আশ্রয়নকেন্দ্রে বসতিদের মাঝে বুধবার বিকেলে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।ঝড়ে ক্ষতিগ্রস্থ ও আশ্রয়নকেন্দ্রে বসতিদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে শুকনা খাবার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃজাহীদ তালুকদার।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান জেলা পরিষদের বরাদ্দকৃত একশত প্যাকেট শুকনা খাবারের মধ্যে ৪৭প্যাকেট খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
এর মধ্যে সদর ইউনিয়নের মাথাভাঙ্গা আশ্রনকেন্দ্রে ১৫টি,গাজিরটেক ইউনিয়নের ছিটাডাঙ্গী আশ্রনকেন্দ্রে ২৪টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮পরিবার সহ মোট ৪৭ পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।খাদ্যসমাগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল,১কেজি ডাল,১লিঃতেল,লবন ও অন্যান্য সামগ্রী রয়েছে।খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রিন্ট