উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দরিদ্র মহিলাদের জন সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার ২৩ অক্টোবর দুপুর ১.৩০ টার সময় মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতড়া এইচ এন স্কুল এন্ড কলেজের শ্রেণীকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে প্রশিক্ষণ হয়।
কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, তপন কুমার ঘোষ প্রধান শিক্ষক রাউতড়া এইচ এন স্কুল এন্ড কলেজ। প্রধান অতিথি ছিলেন, মোঃ তারিফ-উল-হাসান মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ও পরিচালনায় ছিলেন, দেবাশীষ কুমার দাশ (ভারপ্রাপ্ত) উপপরিচালক বিআরডিবি মাগুরা, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সাজেদা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন, কবির হোসেন চেয়ারম্যান ৫ নং হাজরাপুর ইউনিয়ন পরিষদ, আব্দুল্লাহ আল মামুন এসএমসি সেলস ম্যানেজার কুষ্টিয়া রিজুয়ান। বিআরডিবির অন্তর্ভুক্ত ইরেসপো প্রকল্পের সহোযোগিতায় এসএমসির পক্ষ থেকে রাউতড়া স্কুলের ১০০ শত জন কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটেশন ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও বিআরডিবির পক্ষ থেকে ১ শত জন কিশোরীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতররণ করা হয়। প্রশিক্ষণে নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান কিশোরীদের উদ্দেশ্য বলেন, ভালো করে লেখা পড়া করে দেশ ও জাতির উন্নয়নে সহায়তা করতে হবে।
|
বিশেষ অতিথি হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, বিআরডিবি ২ টি উদ্দেশ্য কাজ করে যাচ্ছে, প্রথম নিজেকে সাবলম্বী করে গড়ে তোলা ও ২য়ত আত্ননির্ভরশীল ভাবে সচেতন হওয়া। তিনি কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আশার আহবান এবং প্রতিরোধ করার জন্য বিশেষ ভাবে সচেতন করেন।
প্রিন্ট