বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে শনিবার বিকেলে ফরিদপুর জেলা বাম জোটের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড, পূর্ব খাবাসপুর মোড়, কোতোয়ালি থানার মোড়, জনতা ব্যাংকের মোড় ঘুরে মুজিব সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে এসে পদযাত্রা শেষ হয়।
পদযাত্রা শেষে রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আযাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক আব্দুল কাদের আজাদ।
নেতৃত্বের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমরেড কানাই গাঙ্গুলি, আব্দুল মান্নান ফকির, বেলায়েত হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ।
প্রিন্ট