কুষ্টিয়ার খোকসায় আগুনে পুড়ে দুইটি বাড়ির পাঁচটি ঘর বশীভূত হয়ে অসহায় মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্থ পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার তাৎক্ষণিক খাদ্য সহায়তা সাহায্য প্রদান করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রেল লাইনের পাশে বলাই রান্নাঘর থেকে বিদ্যুতের শর্ত সার্কিট এর আগুনে সূত্রপাত মুহূর্তের মধ্যে আগুনে বাড়ি সব কয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
পাশের বাড়ির জিন্না একটি থাকার ঘর ও পুড়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার বিকেলের সরজমিনে গিয়ে দেখা যায় বলাই এর সব কয়টি ঘর পড়ে ছায় হয়ে গেছে অসহায় অবস্থায় পুরা ভিটের উপর বসে আছে বলাই ও তার স্ত্রী।
তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস কে মোবাইল ফোনে জানালে তিনি কিছুক্ষণের মধ্যে দুইটি পরিবারের খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার রিপন বিশ্বাস এর সঙ্গে কথা বলা হলে তিনি জানান তাৎক্ষণিকভাবে যতটুকু সম্ভব সহায়তা করা হয়েছে।
আগামীতে সরকারি ভাবে যতটুকু সহায়তা করা যায় তার ব্যবস্থা আমি করব। বলাই একজন কৃষক মানুষ তার বাড়ি ঘর পুড়ে খোলা আকাশের নিচে অসহায় মানবতা জীবন যাপন করছে জরুরিভাবে তার আরো সহায়তার প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রিন্ট