কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা জাসদের সাবেক সভাপতি শহীদ রনজিত কুমার সিংহ রায়ের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে।
আজ সকাল ১১ টায় মহাজোট কার্যালয়ে উপজেলা জাসদের উদ্দ্যোগে প্রতিকৃতিত্বে পুষ্প মাল্য অর্পণ ও স্মরণ সভা হয়।
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সনয় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, শিল্প ও সমবায় সম্পাদক ও জেলা যুবজোটের সাবেক সভাপতি মঈনুল হক ডাবলু, উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস,এম,আনসার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মহম্মদ মোস্তফা বকুল, জাসদ নেতা বেনজির আহাম্মেদ বেনু, ইয়াকুব আলী, আবু সাইদ মেম্বর , রফিকুল ইসলাম ,মুশতাক হোসেন,জগলু সর্দার , জেলা যুবজোট নেতা রকিব সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক তুষার আলী প্রমুখ।
প্রসঙ্গত, জাসদ নেতা রনজিত কুমার সিংহ রায়কে ১৯৯৮ সালের ২০ অক্টোবর ভোর কাচারি পাড়ার নিজ বাসভবনে একদল দুষ্কৃতকারী ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে।
প্রিন্ট