মাগুরা দন্তসেবা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৪ অক্টোবর সকাল ১০ টার সময় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে মাগুরা দন্তসেবা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে সভা করা হয়।
দন্তসেবা বহুমুখী সমবায় সমিতিতে সভাপতিত্ব করেন, সভাপতি দন্ত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চিকিৎসক মোঃ মাহমুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা দন্তসেবা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক চিকিৎসক আজাদ হোসেন, জেলা কমিটির উপদেষ্টা কমিটির সদস্য চিকিৎসক আব্দুল বারিক বিশ্বাস, চিকিৎসক ইস্রাইল হোসেন, শালিখা উপজেলার সভাপতি চিকিৎসক রেজাউল ইসলাম, মহম্মদপুর উপজেলার সভাপতি চিকিৎসক আলী রেজা, শ্রীপুর উপজেলার সভাপতি চিকিৎসক বিজন কুমার।
আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন, চিকিৎসক আব্দুল বারিক বিশ্বাস, সাইফুল ইসলাম, ইস্রাইল হোসেন, আজাদ হোসেন, রেজাউল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, কানাই লাল বসাক, আলী রেজা ও মনোজ কুমার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলো, মাগুরা জেলার ১০০ শত ডিপ্লোমা ডিগ্রি পাশ করা দন্ত চিকিৎসক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, চিকিৎসক আব্দুল বারিক বিশ্বাস।
আলোচনা সভায় চিকিৎসক আব্দুল বারিক বিশ্বাস, আজাদ হোসেন ও মাহবুবুর রহমান বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মাননীয় এমপি আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের খুলনা বিভাগের মেম্বার ডাঃ মিজানুর রহমান, মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ও সাবেক জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন মাগুরা দন্ত চিকিৎসক সমিতির দুর্দিনে পাশে থেকে মানবিক সহযোগিতা করেছেন, আমরা মাগুরা দন্ত চিকিৎসক সমিতির চিকিৎসকেরা তাদের অবদান মূলক কাজে চিরঋণী চিরস্মরণীয় হয়ে থাকবো।
আলোচনা সভায় উপস্থিত বক্তরা কয়েকটি দাবিসূহ সরকারের কাছে উত্থাপন করেছেন, দাবীসমূহ হলো- ক) ডিপ্লোমা ডিগ্রিধারীদের (বিডিএস) ছাড়া চিকিৎসা সুযোগ প্রদান। খ) নিধারিত সম্মানী গ্রহণের সুযোগ প্রদান। গ) প্রশিক্ষণ প্রাপ্তদের সেবা দানের সুযোগ প্রদান। ঘ) সরকারীভাবে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা। ঙ) মাগুরা সিভিল সার্জন কর্তৃক অযথা হয়রানি বন্ধ করা। চ) ভ্রাম্যমাণ আদালত নোটিশ বিহীন হয়রানি বন্ধ করন।
প্রিন্ট