কুষ্টিয়ার খোকসায় গোপগ্রাম ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোপগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয় শিক্ষক, অভিভাবক, সুধী, সাংবাদিক ও ছাত্রছাত্রী বিন্দু। বক্তাগণ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এর আগে গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেনের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় চত্বরে নির্মাণকৃত হলরুমসহ ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। পরে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রিন্ট