ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ Logo অবৈধ সম্পদঃ হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা Logo বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেইঃ -রুহুল কবির রিজভী Logo এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কেশবপুর উপজেলা Logo ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন Logo কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌ অনুষ্ঠিত Logo লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন Logo কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত Logo নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিঃ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে Logo ফরিদপুরে ২৭টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” উদ্বোধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মেয়েদের ভালোবাসা গভীর হয় যেসব কথায়

মার্জিত ভাষায় কথা বলে যে কারো মন জয় করা সহজ। পৃথিবীতে বিনা পুঁজিতে যে ব্যবসা এখনো টিকে আছে তা হলো সুন্দরভাষায় কথা বলা। প্রিয়জনের মন জয়ে সব সময় কথা বলার সময় সতর্ক থাকতে হবে। সব মেয়েরাই সুন্দর কথা শুনতে পছন্দ করে। যদিও সব মেয়েরা এক রকম নয়, তবুও কিছু কথা সব মেয়েরাই শুনতে পছন্দ করে বলে মনে করেন সম্পর্ক বিশেষজ্ঞরা।

 

একটি সম্পর্ক সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য ভাষার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বাজে ভাষা ব্যবহারের ফলে আপনার ভালোবাসা মানুষটির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে সুন্দর কথাবার্তায় সম্পর্ক আরো বেশি গভীর হয়ে থাকে।

 

* তোমার যে বিষয়টি বেশি ভালোবাসি: মেয়েরা সুনির্দিষ্ট কিছু শুনতে পছন্দ করে। বিবাহ ও পারিবারিক বিশেষজ্ঞ রেবেকা বার্টনের মতে, আপনার সঙ্গী জানেন যে আপনি তাকে ভালোবাসেন। কিন্তু কেন? সেটাই প্রকাশ করুন আপনি। এটি সম্পর্ককে আরো মধুর করে তুলবে।

 

* তোমাকে অসম্ভব সুন্দর লাগছে: কথাটা খুব সহজ, কিন্তু কার্যকর। নিউইয়র্কের বিবাহ ও পরিবারবিষয়ক চিকিৎসক মেলিসা ডিভারিস থম্পসনের মতে, মেয়েরা বেশি বেশি শুনতে চান তারা সুন্দর। এতে মেয়েদের আত্মবিশ্বাস বাড়ে এবং সঙ্গীর প্রতি আরো বেশি ভালোবাসা বোধ হয়।

 

* গতরাতটা অবিশ্বাস্য ছিল: নারীরা বেশি বেশি শুনতে চান, তার সঙ্গী সেক্সুয়ালি খুব খুশি তাকে পেয়ে। কিম্বারলি হার্শেনসন বলেছেন, পুরুষদের মতো নারীরাও শুনতে চায় যে, তার জীবনসঙ্গী আনন্দ পাচ্ছে এবং যৌনজীবনে খুশি।

 

* তোমাকে মোটেও মোটা লাগছে না: কখনও কখনও মেয়েদের অতিরিক্ত আশ্বাস প্রয়োজন হয়। সবচেয়ে খারাপ দিনগুলোতেও মেয়েরা শুনতে চায় সে খুব সুন্দরী এবং আকর্ষণীয়। ডেটিং বিশেষজ্ঞ এবং ব্রেকাপ বইটির লেখক ড্যাব্রা রজার্স এমনটি ব্যাখ্যা করেছেন। তিনি আরো বলেছেন, মেয়েদের কখনো বলবেন না তুমি মোটা হয়ে গেছো।

 

* আমার অনুভূতি হলো…: আপনার আবেগ মেয়েদের কাছে প্রকাশ করুন। মেয়েরা আপনার মনের কথা এবং অনুভূতি শুনতে ভালোবাসে বলে মনে করেন সম্পর্ক বিশেষজ্ঞ ফিশার।

 

* তুমি খুব সেক্সি: মেয়েরা যেমন শুনতে পছন্দ করে সে খুব সুন্দর তেমনি তারা শুনতে চায় যে আপনি তাকে আবেদনময়ী মনে করেন। একজন নারী সব সময় জানতে এবং অনুভব করতে চান যে তার সঙ্গী তার প্রতি আকৃষ্ট। এমনটাই ব্যাখ্যা থম্পসনের।

 

* তোমাকে ভালোবাসি: ডেটিং এবং রিলেশন বিশেষজ্ঞ কোচ ক্রিস্টিন বাউমগার্টনারের মতে, ‘আমি তোমাকে ভালবাসি’- কথাটা সবচেয়ে কমন হলেও মেয়েরা এটিই সমসময় শুনতে চায়।

 

* তোমাকে মেকাপ ছাড়াই অনেক ভালো লাগে: আপনার সঙ্গীর সৌন্দর্যের প্রশংসা করার জন্য তার মেকআপ করা পর্যন্ত অপেক্ষা করবেন না। বরং সাধারণ সময়ে তাকে সুন্দরী বলাটাও একইরকম গুরুত্বপূর্ণ। এতে সৌন্দর্যের স্বীকৃতি পাওয়ার জন্য তাকে ঘণ্টাখানেক মেকআপের প্রস্তুতি নিতে হবে না বলে মনে করেন সম্পর্ক বিশেষজ্ঞ দুরানী।

 

* তোমার অন্যতম গুণ হলো…: ফ্রান্সিস বলেছেন, ভালোবাসার চেয়ে প্রশংসা মেয়েরা বেশি শুনতে পছন্দ করে। সুতরাং আপনার সঙ্গীর প্রশংসা করতে থাকুন।

 

* সত্যটা হলো…: সততা সমস্ত সম্পর্কের মূল বিষয়। যেকোনো সম্পর্কের ক্ষেত্রে সব সময় সত্য বলা উচিত। মেয়েরা সর্বদা সত্যবাদীতা পছন্দ করে। এছাড়া সঙ্গী কোনো বিষয়ে লুকোছাপা না করে খোলামেলা কথা বললে মেয়েরা খুশি হয়।

 

* তোমাকে ছাড়া থাকতে পারি না: সঙ্গীকে যদি এই কথাটা বলেন, তাহলে সে বুঝবে আপনি তাকে সারাদিন কাজের ফাঁকে কতটা মিস করছেন। তাতে সঙ্গীর মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে। থম্পসনের মতে, নারীরা শুনতে পছন্দ করে আপনি তার সঙ্গে থাকতে ভালোবাসেন। তাকে ছাড়া আপনার জীবনে অর্থহীন। এতে নারীরা আরো আত্মবিশ্বাসী হয়।

 

* তুমি যা বলবে, আজ তাই হবে: সাধারণত সমাজের নিয়মে পুরুষদের থেকে মেয়েরা কম শক্তিশালী, এমনটাই ধরে নেওয়া হয়। সেই কারণে, ভিতরে ভিতরে মেয়েদের মধ্যে অনেক সময়েই নেগেটিভ শক্তি কাজ করে। এই কথাটা বললে মেয়েরা নিজেদের শক্তিশালী মনে করে, খুশি হয়।

 

* তুমিই আমার জীবনে একমাত্র নারী: এই একটি কথা মেয়েরা প্রতিদিন শুনতে চায় বলে মনে করেন র‍্যাডেল। তিনি বলেন, এই কথাটি প্রতিটি নারীই প্রতিদিন শুনতে প্রস্তুত।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ

error: Content is protected !!

মেয়েদের ভালোবাসা গভীর হয় যেসব কথায়

আপডেট টাইম : ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
অনলাইন বিনোদন ডেস্ক :

মার্জিত ভাষায় কথা বলে যে কারো মন জয় করা সহজ। পৃথিবীতে বিনা পুঁজিতে যে ব্যবসা এখনো টিকে আছে তা হলো সুন্দরভাষায় কথা বলা। প্রিয়জনের মন জয়ে সব সময় কথা বলার সময় সতর্ক থাকতে হবে। সব মেয়েরাই সুন্দর কথা শুনতে পছন্দ করে। যদিও সব মেয়েরা এক রকম নয়, তবুও কিছু কথা সব মেয়েরাই শুনতে পছন্দ করে বলে মনে করেন সম্পর্ক বিশেষজ্ঞরা।

 

একটি সম্পর্ক সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য ভাষার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বাজে ভাষা ব্যবহারের ফলে আপনার ভালোবাসা মানুষটির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে সুন্দর কথাবার্তায় সম্পর্ক আরো বেশি গভীর হয়ে থাকে।

 

* তোমার যে বিষয়টি বেশি ভালোবাসি: মেয়েরা সুনির্দিষ্ট কিছু শুনতে পছন্দ করে। বিবাহ ও পারিবারিক বিশেষজ্ঞ রেবেকা বার্টনের মতে, আপনার সঙ্গী জানেন যে আপনি তাকে ভালোবাসেন। কিন্তু কেন? সেটাই প্রকাশ করুন আপনি। এটি সম্পর্ককে আরো মধুর করে তুলবে।

 

* তোমাকে অসম্ভব সুন্দর লাগছে: কথাটা খুব সহজ, কিন্তু কার্যকর। নিউইয়র্কের বিবাহ ও পরিবারবিষয়ক চিকিৎসক মেলিসা ডিভারিস থম্পসনের মতে, মেয়েরা বেশি বেশি শুনতে চান তারা সুন্দর। এতে মেয়েদের আত্মবিশ্বাস বাড়ে এবং সঙ্গীর প্রতি আরো বেশি ভালোবাসা বোধ হয়।

 

* গতরাতটা অবিশ্বাস্য ছিল: নারীরা বেশি বেশি শুনতে চান, তার সঙ্গী সেক্সুয়ালি খুব খুশি তাকে পেয়ে। কিম্বারলি হার্শেনসন বলেছেন, পুরুষদের মতো নারীরাও শুনতে চায় যে, তার জীবনসঙ্গী আনন্দ পাচ্ছে এবং যৌনজীবনে খুশি।

 

* তোমাকে মোটেও মোটা লাগছে না: কখনও কখনও মেয়েদের অতিরিক্ত আশ্বাস প্রয়োজন হয়। সবচেয়ে খারাপ দিনগুলোতেও মেয়েরা শুনতে চায় সে খুব সুন্দরী এবং আকর্ষণীয়। ডেটিং বিশেষজ্ঞ এবং ব্রেকাপ বইটির লেখক ড্যাব্রা রজার্স এমনটি ব্যাখ্যা করেছেন। তিনি আরো বলেছেন, মেয়েদের কখনো বলবেন না তুমি মোটা হয়ে গেছো।

 

* আমার অনুভূতি হলো…: আপনার আবেগ মেয়েদের কাছে প্রকাশ করুন। মেয়েরা আপনার মনের কথা এবং অনুভূতি শুনতে ভালোবাসে বলে মনে করেন সম্পর্ক বিশেষজ্ঞ ফিশার।

 

* তুমি খুব সেক্সি: মেয়েরা যেমন শুনতে পছন্দ করে সে খুব সুন্দর তেমনি তারা শুনতে চায় যে আপনি তাকে আবেদনময়ী মনে করেন। একজন নারী সব সময় জানতে এবং অনুভব করতে চান যে তার সঙ্গী তার প্রতি আকৃষ্ট। এমনটাই ব্যাখ্যা থম্পসনের।

 

* তোমাকে ভালোবাসি: ডেটিং এবং রিলেশন বিশেষজ্ঞ কোচ ক্রিস্টিন বাউমগার্টনারের মতে, ‘আমি তোমাকে ভালবাসি’- কথাটা সবচেয়ে কমন হলেও মেয়েরা এটিই সমসময় শুনতে চায়।

 

* তোমাকে মেকাপ ছাড়াই অনেক ভালো লাগে: আপনার সঙ্গীর সৌন্দর্যের প্রশংসা করার জন্য তার মেকআপ করা পর্যন্ত অপেক্ষা করবেন না। বরং সাধারণ সময়ে তাকে সুন্দরী বলাটাও একইরকম গুরুত্বপূর্ণ। এতে সৌন্দর্যের স্বীকৃতি পাওয়ার জন্য তাকে ঘণ্টাখানেক মেকআপের প্রস্তুতি নিতে হবে না বলে মনে করেন সম্পর্ক বিশেষজ্ঞ দুরানী।

 

* তোমার অন্যতম গুণ হলো…: ফ্রান্সিস বলেছেন, ভালোবাসার চেয়ে প্রশংসা মেয়েরা বেশি শুনতে পছন্দ করে। সুতরাং আপনার সঙ্গীর প্রশংসা করতে থাকুন।

 

* সত্যটা হলো…: সততা সমস্ত সম্পর্কের মূল বিষয়। যেকোনো সম্পর্কের ক্ষেত্রে সব সময় সত্য বলা উচিত। মেয়েরা সর্বদা সত্যবাদীতা পছন্দ করে। এছাড়া সঙ্গী কোনো বিষয়ে লুকোছাপা না করে খোলামেলা কথা বললে মেয়েরা খুশি হয়।

 

* তোমাকে ছাড়া থাকতে পারি না: সঙ্গীকে যদি এই কথাটা বলেন, তাহলে সে বুঝবে আপনি তাকে সারাদিন কাজের ফাঁকে কতটা মিস করছেন। তাতে সঙ্গীর মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে। থম্পসনের মতে, নারীরা শুনতে পছন্দ করে আপনি তার সঙ্গে থাকতে ভালোবাসেন। তাকে ছাড়া আপনার জীবনে অর্থহীন। এতে নারীরা আরো আত্মবিশ্বাসী হয়।

 

* তুমি যা বলবে, আজ তাই হবে: সাধারণত সমাজের নিয়মে পুরুষদের থেকে মেয়েরা কম শক্তিশালী, এমনটাই ধরে নেওয়া হয়। সেই কারণে, ভিতরে ভিতরে মেয়েদের মধ্যে অনেক সময়েই নেগেটিভ শক্তি কাজ করে। এই কথাটা বললে মেয়েরা নিজেদের শক্তিশালী মনে করে, খুশি হয়।

 

* তুমিই আমার জীবনে একমাত্র নারী: এই একটি কথা মেয়েরা প্রতিদিন শুনতে চায় বলে মনে করেন র‍্যাডেল। তিনি বলেন, এই কথাটি প্রতিটি নারীই প্রতিদিন শুনতে প্রস্তুত।


প্রিন্ট