বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফরিদপুরে ৮ ই অক্টোবর থেকে তিন দিনব্যাপী আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭ তম যুব হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এতে মোট ছয়টি জেলা দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
ক গ্রুপের দলগুলি হল মানিকগঞ্জ জেলা দল, বরগুনা জেলা দল ও ভোলা জেলা দল, অন্যদিকে খ গ্রুপের দলগুলি হলো গোপালগঞ্জ জেলা দল ফরিদপুর জেলা দল তোমাদেরীপুর জেলা দল।
প্রতিযোগিতার প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। এতে বেলা দুইটার সময় প্রথম খেলা । এবং বিকেল চারটায় দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান পিপিএম সেবা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইশতিয়াক আরিফ, হকি ফেডারেশনে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস শুকুর । অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফরিদপুর হকি কমিটির সভাপতি ও পৌর মেয়র অমিতাভ বোস।
উদ্বোধনী দিনে বেলা ২ টায় মানিকগঞ্জ জেলা খেলবে ভোলা জেলা দলের বিরুদ্ধে । এছাড়া বিকাল চারটায় গোপালগঞ্জ জেলা খেলবে মাদারীপুর জেলার বিরুদ্ধে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
প্রিন্ট