“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ দিবস উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মমর্তা বজলুর রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার রহমান,প্রাণি সম্পদ কর্মকর্তা শওকত আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুদিপ বিশ্বাস, পল্লী বিদু্যুৎ এজিএম আলীউল হাসান, বন কর্মকর্তা শেখ লিটন, আনসার ও ভিডিবি কর্মকর্তা মো: আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান ও আজিজুর রহমান দুলাল প্রমুখ।
|
প্রিন্ট