ঢাকা , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃষ্টির প্রত্যাশায় ‘ইস্তিসকার’ নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত Logo পঞ্চপল্লীতে দুই সহোদর হত্যার বিচারের দাবিতে মধুখালীতে বিক্ষোভ মিছিল, আহত-১৫ Logo জাতীয় অপরাজিতা পুরস্কার লাভ করেন নলছিটির নাজনীন আক্তার নিপা Logo তানোরে ময়নার স্মরণকালের সর্ববৃহত শোডাউন Logo নাটোরের সিংড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন পাশা Logo চরভদ্রাশন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ Logo “আমরা আমতলীবাসী” সংগঠনের উদ্যোগে স্যালাইন, শরবত ও ঠান্ডা পানি বিতরণ Logo তীব্র তাপপ্রবাহে গোয়ালন্দে বাড়ছে শ্বাসকষ্ট-ডায়রিয়া রোগীর সংখ্যা Logo বোয়ালমারীতে ৫ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস Logo তীব্র তাপদাহে গোপালগঞ্জ পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুর-২ উপনির্বাচন আ’লীগ মনোনয়ন পেতে চলছে লবিং ও গ্রুপিং

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। ইতিমধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ আসনটিতে কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা। এ ক্ষেত্রে সাজেদা চৌধুরীর দুই ছেলের নাম আলোচনায় এসেছেন। পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা দলের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

মনোনয়ন প্রত্যাশীরা অনেকেই মনোনয়ন পেতে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে লবিংয়ে ব্যস্ত রয়েছেন। আবার অনেকেই এলাকায় গ্রুপিং করে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন নেওয়ার চেষ্টায় রয়েছেন।

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা যান। ১৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সৈয়দা সাজেদা চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরী ২০১২ সাল থেকে এলাকায় মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তবে ২০১৭ সালের দিকে সেই দায়িত্ব পান তাঁর ছোট ছেলে শাহদার আকবর লাবু চৌধুরী। লাবু চৌধুরীর দলীয় পদ না থাকলেও আয়মন আকবর বাবলু চৌধুরী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন।

রাজনীতির মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইয়ের কর্মকান্ডে নানা বিতর্কের জন্ম দিয়েছে। মায়ের মৃত্যুর পর দলীয় মনোনয়ন পেতে আবারও মুখোমুখি এসে দাঁড়িয়েছেন দু’ভাই। তবে দুই ভাই একসঙ্গে আছেন দাবি করেছেন শাহদাব আকবর লাবু চৌধুরী।

দুই ভাইয়ের বাইরেও দলীয় মনোনয়ন পেতে বেশ কয়েকজন নেতা সক্রিয় রয়েছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর (অবঃ)আ ত ম হালিম, তিনি চাকুরী জীবন শেষ করে এ আসনের সাধারণ জনগনের পাশে রয়েছেন।

দলীয় কর্মসুচী ও বিভিন্ন জাতীয় দিবস গুলো নিজ উদ্যোগে নিয়মিত ভাবে পালন করে আসছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচারে বিভিন্ন সড়কে তার দেয়া বিলবোর্ড দেখা গেছে। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির করে আসছেন। ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদের এজিএস ও জিএস নির্বাচিত হন।

এছাড়াও তিনি দির্ঘদিন প্রায়ত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএসের দায়িত্ব পালন করেছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবু সহিদ মিয়া তালমা ইউপির একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মা দেলোয়ারা বেগম ও তালমা ইউপির চেয়ারম্যান ছিলেন।

এছাড়াও বিমান বাহিনীর এয়ার কমোডো (অবঃ) কাজী দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বিশিস্ট শিল্প উদ্যোক্তা কাজী আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু ইউসুফ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের এর নাম আলোচনায় রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির প্রত্যাশায় ‘ইস্তিসকার’ নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত

error: Content is protected !!

ফরিদপুর-২ উপনির্বাচন আ’লীগ মনোনয়ন পেতে চলছে লবিং ও গ্রুপিং

আপডেট টাইম : ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। ইতিমধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ আসনটিতে কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা। এ ক্ষেত্রে সাজেদা চৌধুরীর দুই ছেলের নাম আলোচনায় এসেছেন। পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা দলের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

মনোনয়ন প্রত্যাশীরা অনেকেই মনোনয়ন পেতে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে লবিংয়ে ব্যস্ত রয়েছেন। আবার অনেকেই এলাকায় গ্রুপিং করে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন নেওয়ার চেষ্টায় রয়েছেন।

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা যান। ১৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সৈয়দা সাজেদা চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরী ২০১২ সাল থেকে এলাকায় মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তবে ২০১৭ সালের দিকে সেই দায়িত্ব পান তাঁর ছোট ছেলে শাহদার আকবর লাবু চৌধুরী। লাবু চৌধুরীর দলীয় পদ না থাকলেও আয়মন আকবর বাবলু চৌধুরী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন।

রাজনীতির মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইয়ের কর্মকান্ডে নানা বিতর্কের জন্ম দিয়েছে। মায়ের মৃত্যুর পর দলীয় মনোনয়ন পেতে আবারও মুখোমুখি এসে দাঁড়িয়েছেন দু’ভাই। তবে দুই ভাই একসঙ্গে আছেন দাবি করেছেন শাহদাব আকবর লাবু চৌধুরী।

দুই ভাইয়ের বাইরেও দলীয় মনোনয়ন পেতে বেশ কয়েকজন নেতা সক্রিয় রয়েছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর (অবঃ)আ ত ম হালিম, তিনি চাকুরী জীবন শেষ করে এ আসনের সাধারণ জনগনের পাশে রয়েছেন।

দলীয় কর্মসুচী ও বিভিন্ন জাতীয় দিবস গুলো নিজ উদ্যোগে নিয়মিত ভাবে পালন করে আসছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচারে বিভিন্ন সড়কে তার দেয়া বিলবোর্ড দেখা গেছে। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির করে আসছেন। ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদের এজিএস ও জিএস নির্বাচিত হন।

এছাড়াও তিনি দির্ঘদিন প্রায়ত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএসের দায়িত্ব পালন করেছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবু সহিদ মিয়া তালমা ইউপির একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মা দেলোয়ারা বেগম ও তালমা ইউপির চেয়ারম্যান ছিলেন।

এছাড়াও বিমান বাহিনীর এয়ার কমোডো (অবঃ) কাজী দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বিশিস্ট শিল্প উদ্যোক্তা কাজী আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু ইউসুফ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের এর নাম আলোচনায় রয়েছে।