ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা) এর সঙ্গে ফরিদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর নেতৃবৃন্দর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত হয়।
এ সময় ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে নবাগত পুলিশ সুপার বলেছেন, ফরিদপুরের পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। ফরিদপুরে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না। তিনি বলেন ফরিদপুর জেলায় মাদক ও সন্ত্রাস মুক্ত করতে ব্যবসায় নেতৃবৃন্দের ভূমিকা রয়েছে। এক্ষেত্রে তিনি চেম্বার নেতাদের কাছে সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কোন সাধারণ মানুষ পন্য ক্রয় করার ক্ষেত্রে ভোগান্তির শিকার না হয় বা অতিরিক্ত মূল্য আদায় করা না হয় সে ক্ষেত্রে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,আমি যতদিন এ জেলায় কর্মরত থাকব ততদিন সকলের সাথে মিশে আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখবো। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন আমাদেরও সেই লক্ষ্য বাস্তবায়নে আরো কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ফরিদপুরের পুলিশ হবে ব্যবসায়িক বান্ধব কিন্তু অসাধু ব্যবসায়ীর ব্যাপারে সর্বোচ্চ কঠোর হতে পিছপা হবে না পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, জিয়াউল হাসান, জাহিদুল ইসলাম, শামীম হোসেন, মোঃ লিটন মিয়া, প্রমুখ।
পুলিশ সুপার তার বক্তব্য আরো বলেন, ফরিদপুর পুলিশ সুপারের দরজা জনগণের জন্য ২৪ ঘন্টায় খোলা থাকবে। শুধু কাঠের দরজায় খোলা থাকবে না পুলিশ সুপারের মনও খোলা থাকবে সারাক্ষণ।
পুলিশ সুপার বলেন, রেজিঃষ্ট্রেশনবিহীন ও বেআইনীভাবে কোন মোটরসাইকেল চালানো যাবে না। হেলমেট ছাড়া কেউ কোন মোটরসাইকেল চালাতে পারবে না। দুই জনের বেশি তিনজন মোটরসাইকেলে চড়তে পারবে না। এটা রোধ করার জন্য সকলের এগিয়ে আসতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, হেলাল উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
প্রিন্ট