আজ সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল ৯ ঘটিকায় নবনির্মিত বিএডিসি সার্কেল আফিস কাম ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, বিএডিসি (গ্রেড-১) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, বিনার ডিজি মীর্জা মোফাজ্জল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ বদরুল আলম প্রমূখ।
এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিএডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট