ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
এছাড়া ময়মনসিংহ জেলার ১৩ টি সাধারণ আসনে ৪৮ জন সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা ৫ টি আসনে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ২৫ তারিখ প্রত্যাহার ও ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ ৭, ১২ আসনে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং সংরক্ষিত মহিলা ৫ আসনেও একক প্রার্থী থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।
অপরদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন, স্বতন্ত্রপ্রার্থী নুরুল ইসলাম রানা ও মোঃ হামিদুল ইসলাম নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
প্রিন্ট