ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত Logo ফরিদপুরে মাদার অফ জুলাই উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁওয়ে অদ্ভূত ভাইরাসে একের পর এক মরছে গরু, দিশেহারা কৃষকরা Logo পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo তানোরে বিজ্ঞান শিক্ষার নাজুক অবস্থা Logo ৫আগস্ট গণঅভ্যুত্থান না হলে স্বাধীনভাবে কথা বলতে সভাসমাবেশ করতে পারতাম না -দুলু Logo বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন Logo ২৯ বছরের অবদান ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকবেঃ -প্রফেসর ড. সন্দীপক মল্লিক Logo খোকসায় মুক্তিযোদ্ধা দিয়ানত আলী মাস্টার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সেই নবজাতকের দায়িত্ব পেলেন নিঃসন্তান এক দম্পতি এসি ল্যান্ড

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছেলে সন্তান জন্ম দিয়ে তাকে রেখে পালিয়ে যান এক মা। সেই নবজাতকের দায়িত্ব পেলেন নিঃসন্তান এক দম্পতি। তিনি এসি ল্যান্ড হিসেবে সিলেট বিভাগে কর্মরত রয়েছেন।

জানা গেছে, ১০ বছর বিবাহিত জীবনে ওই দম্পতির কোনো সন্তান হয়নি। চিকিৎসকরা ওই দম্পতিকে জানিয়েছেন, স্বাভাবিক প্রক্রিয়ায তাদের আর কোনো দিন সন্তান হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নবজাতককে ফেলে চলে যায় তার মা। এই ঘটনা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হলে তার দায়িত্ব নিতে এগিয়ে আসেন অনেকে।

এদিকে শিশুটিকে নেওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী,সাংবাদিক, চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালযের অধীনে শিশু কল্যাণ বোর্ডের সভা আহ্বান করা হয়। সভায় ১৮ জন সদস্যের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আবেদনকারী দম্পতিদের মধ্যে একজন দম্পতির হাতে শিশুটির দাযিত্বভার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দু-একদিনের মধ্যেই শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির হাতে হস্তান্তর করা হবে।

 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আনম আবুজর গিফারী, এনডিসি শাহেদ আরমান, কুষ্টিয়ার সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ মাগুরা বেরইল বাজার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বলেন, জেলা প্রশাসক শিশুটির সার্বিক খোঁজখবর নিচ্ছেন। এ পর্যন্ত নবজাতক শিশুর কোনো আত্মীয়-স্বজনও খোঁজ নিতে হাসপাতালে আসেননি। শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

error: Content is protected !!

সেই নবজাতকের দায়িত্ব পেলেন নিঃসন্তান এক দম্পতি এসি ল্যান্ড

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছেলে সন্তান জন্ম দিয়ে তাকে রেখে পালিয়ে যান এক মা। সেই নবজাতকের দায়িত্ব পেলেন নিঃসন্তান এক দম্পতি। তিনি এসি ল্যান্ড হিসেবে সিলেট বিভাগে কর্মরত রয়েছেন।

জানা গেছে, ১০ বছর বিবাহিত জীবনে ওই দম্পতির কোনো সন্তান হয়নি। চিকিৎসকরা ওই দম্পতিকে জানিয়েছেন, স্বাভাবিক প্রক্রিয়ায তাদের আর কোনো দিন সন্তান হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নবজাতককে ফেলে চলে যায় তার মা। এই ঘটনা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হলে তার দায়িত্ব নিতে এগিয়ে আসেন অনেকে।

এদিকে শিশুটিকে নেওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী,সাংবাদিক, চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালযের অধীনে শিশু কল্যাণ বোর্ডের সভা আহ্বান করা হয়। সভায় ১৮ জন সদস্যের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আবেদনকারী দম্পতিদের মধ্যে একজন দম্পতির হাতে শিশুটির দাযিত্বভার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দু-একদিনের মধ্যেই শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির হাতে হস্তান্তর করা হবে।

 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আনম আবুজর গিফারী, এনডিসি শাহেদ আরমান, কুষ্টিয়ার সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ মাগুরা বেরইল বাজার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বলেন, জেলা প্রশাসক শিশুটির সার্বিক খোঁজখবর নিচ্ছেন। এ পর্যন্ত নবজাতক শিশুর কোনো আত্মীয়-স্বজনও খোঁজ নিতে হাসপাতালে আসেননি। শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।


প্রিন্ট