কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম প্রস্তুতিমূলক সডায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা। উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, খোকসা কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজেল আলী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি মাধব চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক নারায়ণ মালাকার, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন খোকসা ৬৫টি পূজা মন্দিরে সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, সুধী, সাংবাদিক। এবারে খোকসা উপজেলায় ৬৫টি পুজা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ সুষ্ঠু ও সুন্দর পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সভায় জানানো হয়।
প্রিন্ট