৪৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবলে চমক দেখিয়ে খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
গত শনিবার ৩৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল খেলায় খোকসা উপজেলা চ্যাম্পিয়ন হয়ে সোমবার কুষ্টিয়া জেলা স্কুল মাঠে কুমারখালি, কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর উপজেলাকে পেছনে ফেলে খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর আগে মাধ্যমিক পর্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জারিগানে কুষ্টিয়া জেলা সেরা হয়ে খুলনা বিভাগে খেলার গৌরব অর্জন করেছিলো এবং খুলনা বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেছিলো।
এবার হ্যান্ড বলে সেরা হয়ে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্ব করবে।
এ ব্যাপারে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুজ্জামান বিল্লু স্থানীয় সাংবাদিকদের জানান আশাকরি আমাদের স্কুলের মেয়েরা হ্যান্ডবলে সেরা খেলাটাই খেলবে এবং খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হবে, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রিন্ট