কুষ্টিয়ার খোকসায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত। আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন সুসংহত করার মাধ্যমে অ-সাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে খোকসায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদন্ড
এছাড়াও উপেজলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম , মন্দিরের পুরোহিত, বিশিষ্ট্য ব্যবসায়ী, সুধীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন সুসংহত করতে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট