ফরিদপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা মার্কস স্কুল এন্ড চেস চেমস আজ থেকে শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ফরিদপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হচ্ছে।
ফরিদপুর জেলার মোট ৩০ টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। প্রথম দিন এ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এবং দুই রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় দাবা বিচারক ও টুনামেন্টের প্রধান নির্বাচক কাজী আব্দুল্লাহ শাকিল, দাবা প্রশিক্ষক মাহমুদ হাসান মান্না।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, কার্যনির্বাহিনী কমিটির সদস্য ঝর্ণা রানী সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৩ তারিখ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রিন্ট