ফরিদপুরে বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খেলোয়াড় সহ ১৫ জন আহত হয়েছে। আহত সকলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
রণকাইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুভদ্র কুমার সরকার ও সহকারী শিক্ষক মো শাজাহান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এ রণকাইল উচ্চ বিদ্যালয় বনাম পূর্বখাবাসপুর বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর মধ্যকার খেলাটি ফরিদপুর জিলা স্কুল এর অভ্যন্তরীণ পিছনের মাঠে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তার পূর্বেই স্কুল মাঠের খেলোয়াড়দের বয়স নির্ধারণী যাচাই–বাছাই শুরু হয়। ঐ যাচাই-বাছাইতে বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর বেশ কয়েকজন খেলোয়াড় বাতিল হয়ে যায় । বাতিল হয়ে যাওয়াতে খেলায় হেরে যাবে বুঝতে পেরে স্কুল টিমের কয়েকজন শিক্ষক রণকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপরে অতর্কিতভাবে বহিরাগত হৃদয় সহ একাধিক ব্যক্তিরা ও বায়তুল মোকাদ্দম ইন্সটিটিউড স্কুলের জামাতপন্থী কয়েকজন শিক্ষক এ হামলা চালায় ।
এ হামলায় মাসুদ , মনিরুজ্জামান , সাঈদ খান , আবুল হোসেন ( ছোট) , আতিয়ার ফকির , সোহানসহ বিশজন আহত হয়।
প্রিন্ট