ফরিদপুরের আলফাডাঙ্গা ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর ২০২২) বিকেলে আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর মেয়র সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, লায়লা পারভিন ও ওসি মো.ওয়াহিদুজ্জমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, মোহাম্মাদ আলী খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ক্যাব সভাপতি কবীর হোসেন ও দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল প্রমুখ।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার
খেলা পরিচালনায় ছিলেন, আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম। খেলায় কাশিয়ানী ও বোয়ালমারী ফুটবল দলে দেশী ও বিদেশী একাধিক খেলোয়ার অংশগ্রহণ করে।
প্রিন্ট