আজ বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা মুক্তাগাছা থানা পরিদর্শন করেছেন। পরে তিনি মুক্তাগাছা থানা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তাগাছা থানাসহ সকল থানা এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার আহ্বান জানান। সেই সাথে মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান।
তিনি বলেন, কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা সহ ইভটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান। চুরি-ছিনতাই প্রতিরোধ, মুক্তাগাছা পৌর এলাকাসহ ময়মনসিংহের যানজট নিরসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসময় তিনি বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার কথা জানান। থানায় প্রকৃত সেবা না পেলে তিনি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করার কথা বলেন। সুধী সমাবেশে মুক্তাগাছার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে থানায় উপস্থিত হয়ে তিনি সকল অফিসার-ফোর্সের কথা শোনেন ও তাদের সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি সকল অফিসার-ফোর্সকে জনসেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার নির্দেশ দেন।
প্রিন্ট