চলতি বছরের ১৭ অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে পাংশা উপজেলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের কয়েকজন নেতা দলীয় মনোনয়ন লাভে তৎপর হয়েছেন। তাদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু সদস্য পদে দলীয় মনোনয়ন লাভে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
উত্তম কুমার কুন্ডু রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্সের পরিচালক, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পাংশার নাট্যালোক সংগঠনের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ৭বার রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ আয়করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পুরস্কার লাভ করেন তিনি। রাজবাড়ী জেলা পরিষদের ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাংশা পৌরসভা, বাবুপাড়া ও মৌরাট ইউনিয়ন নিয়ে আসনে সদস্য নির্বাচিত হন তিনি।
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ প্রতিনিধির সাথে আলাপকালে পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু বলেন, আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আসনের সদস্য পদ প্রত্যাশী হিসেবে গণসংযোগ করছি। দলীয় মনোনয়নের ব্যাপারে আমি এখন পর্যন্ত শতভাগ আশাবাদী।
আরও পড়ুনঃ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজঃ পদ পেতে চলছে লবিং ও গ্রুপিং
২০১৬ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হই।
এবারও তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি দলীয় মনোনয়ন আমিই পাবো এবং সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি। তবে সর্বশেষ দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব।
প্রিন্ট