কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে আশরাফুল ইসলাম (৩৫) এবং জাহাঙ্গীর আলম (৪৩) নামের দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মসলেমপুর এবং মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকায় এ পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম ও মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম।
ভেড়ামারার জিকে সেচ প্রকল্পের খালে সকালে মাছ ধরার সময় বজ্রপাতে আশরাফুল ইসলাম নামের একজন ঘটনা স্থলে মারা যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মবিুর রহমান ও এলাকার সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক ইনতাজ আলী । তিনি বলেন বজ্রপাতে আশরাফুল ইসলাম খালের মধ্যে পরে যায়। পরে স্থানীয় লোকজন নদী থেকে তার মৃত্য দেহ উদ্ধার করে।
অপরদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, সকালে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মাঠে জমিতে কাজ করছিলেন কৃষক জাহাঙ্গীর আলম।
আরও পড়ুনঃ গভীর জঙ্গলে সালিস বৈঠকঃ পরে নারীর আত্মহত্যার অভিযোগ
এসময় বজ্রপাতে তিনি মারাত্বক ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রিন্ট