ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ শাহাজাহান, পিপিএম-সেবা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম ও সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সাথে তারা নবাগত পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় ফরিদপুরকে শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তুলার প্রত্যয় ব্যাক্ত করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ একটা শান্তির শহর প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা কামনা করে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন ফরিদপুরের পুলিশ হবে জনবান্ধব যেখানে একজন সাধারন মানুষ তার আইনগত সকল সুবিধা এখান থেকে পাবে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং এর বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের পক্ষে কাজ করতে চাই এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক নবাগত পুলিশ সুপার মোঃ শাহাজাহান, পিপিএম-সেবাকে অভিনন্দন জানিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখাসহ জেলার সাবির্ক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে পুলিশ সুপার এর সহিত একাত্বত্মা প্রকাশ করেন।
প্রিন্ট