রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বৃহস্পতিবার ১সেপ্টেম্বর বিকেলে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৩য়বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, কবি এবাদত আলী শেখ, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও পাংশা প্রেসক্লাবের সহসভাপতি সেলিম মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে স্কটল্যান্ড প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, জাতির জনক বঙ্গবন্ধু সরকারী কলেজের প্রভাষক ডি.কিউ সিদ্দিকী, বাংলাদেশ লাইব্রেরীর স্বত্বাধিকারী উদয় শিকদার, জুয়েল প্রেসের স্বত্বাধিকারী মোঃ সাইদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রিন্ট