বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, হাসিনা সরকার স্বৈরশাসক এরশাদকেও হার মানিয়েছে। হাসিনা রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। দেশে আজ চাল, তেলসহ নিত্য পন্যের দাম ও অসাভাবিক বৃদ্ধি করা হয়েছে। নিত্যপন্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দু’বেলা খেতে পারতেছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। এ সরকারের পতন না ঘটা পর্যন্ত, দেশে শান্তি ফিরে আসবে না। তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।
শনিবার (২৭ আগস্ট) সকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে শান্তি পূর্ণ ভাবে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের পেট্রোল পাম্প মোড়ে সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমূখ।
আরও পড়ুনঃ অ্যাড. খসরুজ্জামান দুলুর মৃত্যু
অন্যদিকে, শনিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কৃষকদলের সাধারন সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে নগরকান্দা উপজেলা সদরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
প্রিন্ট