ফরিদপুরে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর জর্জ কোর্টের সাবেক পিপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. খসরুজ্জামান দুলু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী বাসভবনে তিনি মারা যান। তিনি ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ জামান সজীবের বাবা। সজীব এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার।
দীর্ঘদিন তিনি ডায়াবেটিকসসহ বিভিন্ন দূরারোগ্য ভুগছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি। শনিবার বাদ মাগরিব মরহুমকে ময়না ইউনিয়নের বেলজানি-খরসূতি মাদ্রাসা মাঠে জানাজা শেষে খরসূতি গোরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, সাবেক এমপি আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়াসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
প্রিন্ট