পাবনার চাটমোহরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মমতাজ মহল রোববার (২১ আগস্ট) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি,সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,আইসিটির সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল নোমান।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, ভোরের কাগজের বকুল রহমান, খোলা কাগজের ইকবাল কবীর রঞ্জু, এম এস আলম বাবলু, আজকের পত্রিকার শুভাশীষ ভট্টাচার্য প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল তাঁর দায়িত্বকালে সকলের সহযোগিতা কামনা করে বলেন,নির্ভীকভাবে কাজ করার চেষ্টা করি,কোন অন্যায়ের সাথে আপোষ করবো না। প্রত্যেকে আমাকে পজেটিভ কাজে সহযোগিতা করবেন। ভালো কাজে আমাকে পাশে পাবেন।
চাটমোহরের যে কোনো সমস্যার কথা আপনারা জানাবেন, তা আমি সমাধানের চেষ্টা করবো। উপজেলার সকল মানুষের জন্য তাঁর দরজা খোলা বলে জানান তিনি। মতবিনিময় সভায় চাটমোহরে কর্মরত বিভিন্ন পত্র পত্রিকার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট