উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্পদের অন্যতম উৎসব মনসা পূজা পালিত হচ্ছে। এই উপলক্ষে ফরিদপুর শহরে বিভিন্ন মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
মন্দিরগুলোতে বেলা তিনটা থেকে রাতের মধ্যে বেশিরভাগ পূজা সম্পন্ন হয়।
এরপর প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।হিন্দু শাস্ত্র মতে প্রতিবছর ৩১ শে শ্রাবণ সংক্রান্তিতে এ পুজা অনুষ্ঠিত হয়।
তবে গত দুই বছর মহামারি করোনার কারণে তেমনভাবে এ পুজোটা না জমলেও এবছর যার জমকপূর্ণ পরিবেশে পুজোর অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার শহরের বান্ধব পল্লীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রিন্ট