মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কাপাসহাটি গ্রামে কৃষক আব্দুর রাজ্জাকের ঘরবাড়ি ও মেহগনি গাছ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে কেটে ফেলার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গত ১৪ আগস্ট বিকাল ৬ টার সময় দেখা যায়, মাগুরা সদর থানায় আব্দুর রাজ্জাক (৬০) অভিযোগে জানান, প্রভাবশালী নজরুল মোল্যা, আজম মোল্যা, সাগর,সাকিব, শিপন, শাহিনুর পূর্ব থেকে সামাজিক দলা-দলীতে বিভিন্ন সময়ে ক্ষতি করার চেষ্টা করে আসছে।
তারই ধারাবাহিকতায় গত শনিবার ১৩ আগস্ট সকাল ৭টার সময়ে আসামীরা দলবদ্ধভাবে রাজ্জাকের বাড়িতে ক্ষতি করার উদ্যেশ্যে প্রবেশ করে। বাড়িতে আব্দুর রাজ্জাকের আপন কেউ না থাকায় রাগে ক্ষোভে ঘরবাড়ির টিনের বেড়া কোপায়ে গালি গালাজ, হুমকি, ধামকি দেয় এবং যাওয়ার সময় ছোট বড় ৮টি মেহগনি গাছ কাটিয়া চলে যায়। যার অনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এ বিষয়ে আসামী নজরুল মোল্যার সাথে যোগাযোগ করে না পাওয়ায় তার দলের আপন জন নয়ন মোল্যা জানান, আসলে সত্য কথা বললে আমাদের বিপদ আসবে কারন নজরুল মোল্যা আমার বংশের লোক হলে হবে কি? সে অত্যাচারী লোক।
আমরা তারই বংশের লোক । আমাদেরকেও ঘরে তালা মেরে ঘরে আটকিয়ে রেখেছিল। এলাকায় তার বিরুদ্ধে কথা বললে প্রত্যেকেরই বিপদে ফেলেন তিনি। এদিকে আব্দুর রাজ্জাক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন।
প্রিন্ট