পরিতোষ কুমার বৈদ্যঃ
সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে।
.
সেই লক্ষ্যে ২৩ এপ্রিল সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়।
.
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা এবং সদস্যের স্বামীরা।
.
প্রকাশ গাইন বলেন, আমাদের নারীরা সিসিডিবি থেকে অনেক প্রশিক্ষণ পেয়েছে। তারা এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আগে কখনো পাইনি। আগে নারীরা কোন কাজ করত না, আজ তারা দৈনিক একটা আয় করছে। নারীদের এ ধরণের কাজকে আমাদের পুরুষদের সহযোগিতা করা উচিত। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।
.
শহিদুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে পরিষদের বিভিন্ন কাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি। সে যখন নিজের অধিকার নিয়ে নিজেই কাজ করতে শিখবে তার নিজের উন্নয়ন হবে এবং পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়ন করা সম্ভব হবে।
.
কর্মশালাটি ফ্যাসিলিটেড করেন অর্পনা মল্লিক, ললিতা জোয়াদ্দার। অর্পনা মল্লিক জেন্ডার, ললিতা জোয়ারদার নারী নেতৃত্ব উন্নয়ন নিয়ে আরোচনা করেন। সর্বোপরি প্রোগ্রাম অফিসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রিন্ট