সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নিজামী ও গোলাম আজমের মত ঘাতকরা ফুসে উঠে। তাদের দেয়া হয় মন্ত্রীত্ব। তখন তারা চেষ্টা করেছিল জাতির পিতার নাম মুছে ফেলার। কিন্তু মানুষের হৃদয় থেকে তার নাম মুছে ফেলতে পারেনি। তার সু-যোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা ঘাতকদের সেই সুযোগ দেয়নি। তিনি পিতা মুজিবের হত্যাকারীদের বিচার করে দেশকে কলঙ্ক মুক্ত করেন।
সোমবার (১৫ আগস্ট) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা মাল্টিপারপাস হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনঃ সালথায় শোক দিবসে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করলেন মেজর (অবঃ) আতমা হালিম
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আ.লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন, প্রবীন আ.লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, আ.লীগ সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, জেলা যুবলীগ সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েল, শ্রমিকলীগ সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, ছাত্রলীগ সভাপতি রায়মোহন কুমার রায়, সাধারণ সম্পাদক শাহীন আলম প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রিন্ট