কুষ্টিয়ার খোকসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। গতকাল বিকেলে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ কামাল প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট যে দুটি দল অংশগ্রহণ করেন দল দুটি হচ্ছে খোকসা ভোরের পাখি একাদশ বনাম শিমুলিয়া ইউনিয়ন পরিষদ একাদশ ।
৭০ মিনিটের খেলায় ভোরের পাখি একাদশ ২-১ গোলের জয় লাভ করে। ভোরের পাখি একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহ অধিনায়ক এর দায়িত্বে পালন করেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেরা খেলোয়াড় পুরস্কার পান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, ক্রিড়া সংস্থার সদস্য ও খোকসা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য শেখ সাইদুল ইসলাম প্রবীন, আবুল বাশার প্রমুখ।
খেলা পরিচালনা করেন রেফারি হিসেবে পীযূষ কুমার, সহকারী রেফারি দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ ও শরিফুল ইসলাম।
প্রিন্ট