মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামে প্রভাবশালী মোহাম্মাদ হোসেন,সাহাম্মদ হোসেন ও আব্দুল খালেক মোল্যাদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করার অভিযোগ উঠেছে।
বুধবার ২৭শে জুলাই মাগুরা ফৌঃ কাঃ বিধি আইনের ১৪৪/১৪৫ ধারা মতে আব্দুর রউফ ৬৭ মৌজার হাল দাগ ২২৭ নং দাগে ১৬ শতক জমিতে নালিশ করে।
নালিশি জমিতে উভয় পক্ষকে আগামী ১১/০৯/২০২২ তারিখ পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুর/ গাছপালা /ঘরবাড়ি নির্মান /ফসল কাটা হইতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মহামান্য মাগুরা আদালত।
সরেজমিনে ২৮ শে জুলাই বৃহস্পতিবার দেখা যায়, আলী রেজা ও কামরুজ্জামান মন্টু জানান, প্রভাবশালী মোহাম্মাদ হোসেন,সাহাম্মদ হোসেন ও আব্দুল খালেক মোল্যারা গোপনে ষঢ়যন্ত্র করে জমিতে ঘর নির্মান করতে গেলে ১ম পক্ষ আব্দুর রউফ পুলিশকে খবর দেয়।
খবর শুনে এসআই লুৎফর ও তার সঙ্গীয় ফোর্স এসে ঘর নির্মান কাজ বন্ধ করে দেন। আব্দুর রউফ এই প্রতিবেদকে জানান, এই জমি আমার বাপ দাদার পূর্বপুরুষের। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে এর সমাধান চান তিনি।
প্রিন্ট