রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে বুধবার ২৭ জুলাই কর্মসূচির ৫ম দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে রবিউল ইসলাম নামের একজন দোকানদারকে ৩হাজার টাকা ও সুশীল দে নামের অপর একজন দোকানদারকে ২হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। অভিযানে প্রায় ৩০হাজার টাকা মূল্যের ৫হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে পাংশা বাজার ও পাংশা পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনের ৪এর ‘ক’ ধারা লঙ্ঘন করায় আইনের ৫এর ২ ধারায় রবিউল ইসলামকে ৩হাজার টাকা ও সুশীল কুমার দে-কে ২হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ পাংশায় সংরক্ষিত আসনের এমপির বরাদ্দকৃত গাছের চারা বিতরণ উদ্বোধন
এছাড়া প্রায় ৩০হাজার টাকা মূল্যের ৫হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় পাংশা উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পাংশা মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন। আভিযানিকদলের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ১২টায় অভিযান শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
প্রিন্ট