ফরিদপুরে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংস্থা ইসকনের উদ্যোগে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে শহরের গোয়াল চামটে গৌর গোপাল আঙ্গিনায় এক আলোচনা সভা ও পরে উল্টো রথযাত্রা শুভ সূচনা করা হয় ।
এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় গৌড় গোপাল আঙ্গিনা ম্যানেজিং ট্রাস্টি কমিটির সভাপতি সজল প্রসাদ সিংহ রায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রী সর্ব গোবিন্দদাস ব্রহ্মচারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ধর্মানুরাগী ও আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার ব্যানার্জি, গৌড় গোপাল আগিনা ট্রাস্টি বোর্ডের সদস্য চির রঞ্জন দে, স্বপন কুমার বোস প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা উল্টো রথযাত্রা অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
এরপর উক্ত রথ ব্রাহ্মণ কান্দা ব্যানার্জি বাড়িতে উপস্থিত হবার পর সেখানে ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এই সংবাদ লেখা পর্যন্ত রথটি গৌড় গোপাল আঙ্গিনাপার হয়ে প্রধান সড়ক অবস্থান নিচ্ছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী।
এরপর ব্রাহ্মণ কান্দা ব্যানার্জি বাড়িতে উল্টোরথে পৌঁছলে সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের পৌরসভা শাখার সভাপতি রাম দত্ত,জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস দত্ত, যুগ্ম সম্পাদক অশোক কুমার রাহুত সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়,, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননীগোপাল রায়, নগরকান্দা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার ত্রিবেদী ,শহর পূজা কমিটির সহ-সভাপতি অতূল কুমার বিশ্বাস বিজ্ঞান ও গবেষণা সম্পাদক দীপঙ্কর দত্ত , সহসাংস্কৃতিক সম্পাদক সুমিত শিকদার সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এদিকে উল্টো রথ উপলক্ষে শহরের ইসকন মন্দিরে ঢাকার অলকা বিহারী নাট্যগোষ্ঠীর উদ্যোগে গীতিনাট্য প্রদর্শিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এছাড়া আগামীকাল সকালে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে একটা বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করবে। এছাড়া সকাল সাড়ে দশটায় গৌড় গোপাল আঙ্গিনা হতে অনুরূপ একটা রেলি শহর প্রদক্ষিণ করবে।
প্রিন্ট