ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামীকালের পর থেকে যদি কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া যায়, তার অবস্থা হবে ভয়াবহঃ -সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল Logo ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৫ Logo সমাজসেবার বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান রহমান মন্ডল Logo তানোরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী Logo খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এমপি আব্দুর রউফ Logo লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক Logo গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র ও ট্রলির সংঘর্ষে নিহত ১ আহত ৪ Logo নগরকান্দায় প্রবীণ গ্রাম্য ডাক্তারকে পিটিয়ে আহত করলো কথিত সাংবাদিক Logo চরভদ্রাসনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা Logo তানোরে সার্বজনীন পেনশন স্কিম গ্রহণে ব্যাপক সাড়া
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় জমে উঠেছে কুরবানীর পশু হাট

জমে উঠেছে পাংশার পশু হাট, রবিবার পাংশা পুরাতন বাজার পশুহাট থেকে তোলা ছবি।

আসন্ন কুরবানীর ঈদ সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমে উঠেছে পাংশার বিভিন্ন পশু হাট। বাড়িতে এবং বিভিন্ন খামারে থাকা গরু ছাগল নিয়ে বিক্রেতারা পাংশার বিভিন্ন পশু হাটে যাচ্ছেন। কুরবানী উপলক্ষে বিভিন্ন পশু হাটে বিভিন্ন সাইজের গরু ছাগল মহিষ উঠায় দাম যাচাই করে ক্রয় করছেন ক্রেতা সাধারণ।

জানা যায়, পাংশা পুরাতন বাজার পশু হাট, বৃত্তিডাঙ্গা পশু হাট, হাবাসপুর পশু হাট, সেনগ্রাম কালিতলা পশু হাট ও বাগদুলী পশু হাটে ইতোমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে কুরবানীর জন্য গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় চলছে। গত রবিবার ৩জুলাই বিকেলে পাংশা পুরাতন বাজার পশু হাটে সরেজমিন কুরবানীর পশু ক্রয়ে ক্রেতা সাধারণের উৎসাহভাব লক্ষ্য করা গেছে। পশু হাটে মাঝারি সাইজের দেশী জাতের গরুর প্রতি ক্রেতা সাধারণের আগ্রহ বেশি। কুরবানীর জন্য অনেকেই ব্যক্তিগত ও বাণিজ্যিক খামারে গিয়ে পছন্দসই গরু ক্রয় করছেন।

পাংশা পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডল কুরবানীর পশু ক্রয় বিক্রয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। আগামী বুধবারেও পাংশা পুরাতন বাজারে পশু হাট বসবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ কালুখালীতে স্বামীর সংসারে ফিরে যেতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন জানান, পাংশা উপজেলায় কুরবানীর পশুর সংকট নেই। ২হাজার খামারীর নিকট কুরবানীর যোগ্য প্রায় ১০ হাজার পশু রয়েছে। এর মধ্যে দেশী জাতের গরু সাড়ে ৬হাজার এবং ছাগল রয়েছে সাড়ে ৩হাজারের মতো। পাংশায় খামারিদের কাছে ২৮-৩০ মন ওজনের কুরবানীর পশু রয়েছে বলেও জানান তিনি।

 

 

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকালের পর থেকে যদি কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া যায়, তার অবস্থা হবে ভয়াবহঃ -সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল

error: Content is protected !!

পাংশায় জমে উঠেছে কুরবানীর পশু হাট

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

আসন্ন কুরবানীর ঈদ সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমে উঠেছে পাংশার বিভিন্ন পশু হাট। বাড়িতে এবং বিভিন্ন খামারে থাকা গরু ছাগল নিয়ে বিক্রেতারা পাংশার বিভিন্ন পশু হাটে যাচ্ছেন। কুরবানী উপলক্ষে বিভিন্ন পশু হাটে বিভিন্ন সাইজের গরু ছাগল মহিষ উঠায় দাম যাচাই করে ক্রয় করছেন ক্রেতা সাধারণ।

জানা যায়, পাংশা পুরাতন বাজার পশু হাট, বৃত্তিডাঙ্গা পশু হাট, হাবাসপুর পশু হাট, সেনগ্রাম কালিতলা পশু হাট ও বাগদুলী পশু হাটে ইতোমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে কুরবানীর জন্য গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় চলছে। গত রবিবার ৩জুলাই বিকেলে পাংশা পুরাতন বাজার পশু হাটে সরেজমিন কুরবানীর পশু ক্রয়ে ক্রেতা সাধারণের উৎসাহভাব লক্ষ্য করা গেছে। পশু হাটে মাঝারি সাইজের দেশী জাতের গরুর প্রতি ক্রেতা সাধারণের আগ্রহ বেশি। কুরবানীর জন্য অনেকেই ব্যক্তিগত ও বাণিজ্যিক খামারে গিয়ে পছন্দসই গরু ক্রয় করছেন।

পাংশা পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডল কুরবানীর পশু ক্রয় বিক্রয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। আগামী বুধবারেও পাংশা পুরাতন বাজারে পশু হাট বসবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ কালুখালীতে স্বামীর সংসারে ফিরে যেতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন জানান, পাংশা উপজেলায় কুরবানীর পশুর সংকট নেই। ২হাজার খামারীর নিকট কুরবানীর যোগ্য প্রায় ১০ হাজার পশু রয়েছে। এর মধ্যে দেশী জাতের গরু সাড়ে ৬হাজার এবং ছাগল রয়েছে সাড়ে ৩হাজারের মতো। পাংশায় খামারিদের কাছে ২৮-৩০ মন ওজনের কুরবানীর পশু রয়েছে বলেও জানান তিনি।