আসন্ন কুরবানীর ঈদ সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমে উঠেছে পাংশার বিভিন্ন পশু হাট। বাড়িতে এবং বিভিন্ন খামারে থাকা গরু ছাগল নিয়ে বিক্রেতারা পাংশার বিভিন্ন পশু হাটে যাচ্ছেন। কুরবানী উপলক্ষে বিভিন্ন পশু হাটে বিভিন্ন সাইজের গরু ছাগল মহিষ উঠায় দাম যাচাই করে ক্রয় করছেন ক্রেতা সাধারণ।
জানা যায়, পাংশা পুরাতন বাজার পশু হাট, বৃত্তিডাঙ্গা পশু হাট, হাবাসপুর পশু হাট, সেনগ্রাম কালিতলা পশু হাট ও বাগদুলী পশু হাটে ইতোমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে কুরবানীর জন্য গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় চলছে। গত রবিবার ৩জুলাই বিকেলে পাংশা পুরাতন বাজার পশু হাটে সরেজমিন কুরবানীর পশু ক্রয়ে ক্রেতা সাধারণের উৎসাহভাব লক্ষ্য করা গেছে। পশু হাটে মাঝারি সাইজের দেশী জাতের গরুর প্রতি ক্রেতা সাধারণের আগ্রহ বেশি। কুরবানীর জন্য অনেকেই ব্যক্তিগত ও বাণিজ্যিক খামারে গিয়ে পছন্দসই গরু ক্রয় করছেন।
পাংশা পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডল কুরবানীর পশু ক্রয় বিক্রয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। আগামী বুধবারেও পাংশা পুরাতন বাজারে পশু হাট বসবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ কালুখালীতে স্বামীর সংসারে ফিরে যেতে অসহায় নারীর সংবাদ সম্মেলন
পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন জানান, পাংশা উপজেলায় কুরবানীর পশুর সংকট নেই। ২হাজার খামারীর নিকট কুরবানীর যোগ্য প্রায় ১০ হাজার পশু রয়েছে। এর মধ্যে দেশী জাতের গরু সাড়ে ৬হাজার এবং ছাগল রয়েছে সাড়ে ৩হাজারের মতো। পাংশায় খামারিদের কাছে ২৮-৩০ মন ওজনের কুরবানীর পশু রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha